Smart Travel Trolley Bags Questions and Answer

✋আমাদের স্মার্ট ট্রাভেল ট্রলি ব্যাগ গুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে দেখতে কি রকম হবে? ছবির সাথে বাস্তবে মিল আছে কি-না? অনলাইন থেকে কিনে ঠকে যাই কি-না? আপনাদের শোরুম কোথায়? আমি অনলাইনে পণ্য কিনে প্রতারিত হয়েছি বা আমি অনলাইন বিশ্বাস করি না। এজন্য সরাসরি এসে দেখে নিতে পারব কি-না?

এই সব প্রশ্নের জবাব দিচ্ছি এক এক করে। আপনারা ধৈর্য সহকারে একটু পড়বেন।

✋প্রথম প্রশ্ন- দেখতে কেমন হবে। ছবির সাথে বাস্তবে মিল হবে তো❓

✅জবাব – এর জন্য আপনাদের নিকট একেবারে কোন প্রকার ইডিট করা ছাড়াই মোবাইল থেকে উঠানো ছবি গুলো পোষ্ট করলাম। আর ভিডিও তো রয়েছেই।

✋দ্বিতীয় প্রশ্ন – অনলাইন থেকে কিনে ঠকে যাই কি-না❓

✅জবাব – আপনাদেরকে কোন প্রকার এডভান্স পেমেন্ট করতে হবে না। ডেলিভারি ম্যান আপনার বাসায় পার্সেল নিয়ে যাবে। আপনি পার্সেল রিসিভ করার সময় পেমেন্ট করে রিসিভ করবেন। এতে আপনার কোন প্রকার রিস্ক থাকবেনা। গত তিন বছরে প্রায় ১০০০+ মানুষকে এই স্মার্ট ট্রাভেল ট্রলি ব্যাগ দিয়ে সহযোগিতে করতে পেরেছি।

✋তৃতীয় প্রশ্ন – আপনাদের শোরুম কোথায়❓

✅জবাব – আমাদের শোরুম টুইন টাওয়ার শান্তি নগরে ছিল কিন্তু গত ফেব্রুয়ারীতে ছেড়ে দিয়েছি। এখন অনলাইনে অর্ডার করুন। সময় মতো পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। ক্যাশ অন ডেলিভারি।

✋চতুর্থ প্রশ্ন – আমি অনলাইনে পণ্য কিনে প্রতারিত হয়েছি বা আমি অনলাইন বিশ্বাস করি না। এজন্য সরাসরি এসে দেখে নিতে পারব কি-না❓

✅জবাব – দেখুন স্যার বা ম্যাডাম, প্রতারকরা আসেই প্রতারণা করার জন্যই আসে। সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। কিন্তু একজন প্রকৃত ব্যাবসায়ী কখনই প্রতারণা করতে পারে না। ব্যাবসা হচ্ছে একটি সেবামূলক কাজ। যার মাধ্যমে একজন মানুষের সমস্যার সমাধান দিয়ে থাকে। আর হ্যাঁ তার মাধ্যমে একজন ব্যাবসায়ী কমবেশী মুনাফা করে থাকে তা নাহলে ব্যাবসা টিকিয়ে রাখা যাবে না।

এবার আসি সরাসরি দেখে নেয়া যাবে কি-না সেই কথায়। আমি শোরুম ছেড়ে দিয়েছি এখন আমার বাসা থেকে অপারেট করছি। আপনারা চাইলে আমার বাসায় এসে সরাসরি দেখে নিতে পারবেন। ম্যাসেঞ্জারে আপনাদেরকে বাসার ঠিকানা জানিয়ে দেয়া হবে। আর পেইজে তো আমাদের মোবাইল নাম্বার রয়েছেই। তাছাড়া আমাদের ওয়েবসাইট, ইন্সটাগ্রাম, টুইটার, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের সম্পর্কে জাজমেন্ট করতে পারবেন।